Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাতায়নের ঘটনাপুঞ্জ
ছবি
ডাউনলোড

কাশিয়াইশ ইউনিয়নের ইতিহাস 

 

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত  ০৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ  স্বাধীনতার  প্রায় ২১ বছর পুর্বে বর্তমান  ০৮ নং (ক) আশিয়া ইউনিয়ন পরিষদ সহ  একিভুত ছিল ।  অত্র ইউনিয়ন পরিষদ সৃষ্ট  লগ্নে গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে    পিঙ্গলা গ্রামস্থ খাঁন   পরিবারের    বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব  মুফিজুর  রহমান খান ০৩  (মেয়াদে) প্রায় ১৫ (পনের ) বছর  চেয়ারম্যান   পদে অধিষ্ঠিত ছিলেন।    পরবর্তীতে   আবদুর সবুর চৌধুরী , বিশিষ্ঠ  মুক্তিযোদ্ধা  সুলতান আহম্মদ ,মরহুম নুরম্নল আনোয়ার খান ও  মরহুম মো: ইদ্রিস মিয়া প্রত্যেকে ১   বার করে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।  এখানে উলেস্নখ্য যে, আবদুর সবুর চৌধুরী  চেয়াম্যান থাকা অবস্থায়  কাশিয়াইশ ইউনিয়ন থেকে  আশিয়া  ইউনিয়ন পরিষদ  বিভক্ত হয় । বিগত ১৬/০১/১৯৬৪ ইং তারিখ বিশিষ্ট  জমিদার ও দানবীর ব্যক্তিত্ব  ও পিঙ্গলা  গ্রামের অধিবাসী বাবু প্রেম লাল বড়ুয়া  কাশিয়াইশ  ইউনিয়ন পরিষদের  জন্য  ৯০(নববই ) শতক জমি  বিনামূল্যে দান করেন।  প্রখ্যাত জমিদার  যোগেশ চন্দ্র  রায় বাহাদুর নামক এক  ব্যাক্তি পরৈইকুড়া  (বর্তমানে আনোয়ারা )  ও কাশিয়াইশ নামক  গ্রামে  স্থায়ী ভাবে বসবাস করতেন ।   কাশিয়াইশ  নামক ঐ  গ্রামের নামানুসারে কাশিয়াইশ  ইউনিয়ন পরিষদেন  নামকরণ করা হয় বলে  জানা  যায় ।