কাশিয়াইশ ইউনিয়নের ইতিহাস
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত ০৮ নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ স্বাধীনতার প্রায় ২১ বছর পুর্বে বর্তমান ০৮ নং (ক) আশিয়া ইউনিয়ন পরিষদ সহ একিভুত ছিল । অত্র ইউনিয়ন পরিষদ সৃষ্ট লগ্নে গ্রাম পঞ্চায়েতের ভিত্তিতে পিঙ্গলা গ্রামস্থ খাঁন পরিবারের বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মুফিজুর রহমান খান ০৩ (মেয়াদে) প্রায় ১৫ (পনের ) বছর চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। পরবর্তীতে আবদুর সবুর চৌধুরী , বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সুলতান আহম্মদ ,মরহুম নুরম্নল আনোয়ার খান ও মরহুম মো: ইদ্রিস মিয়া প্রত্যেকে ১ বার করে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন। এখানে উলেস্নখ্য যে, আবদুর সবুর চৌধুরী চেয়াম্যান থাকা অবস্থায় কাশিয়াইশ ইউনিয়ন থেকে আশিয়া ইউনিয়ন পরিষদ বিভক্ত হয় । বিগত ১৬/০১/১৯৬৪ ইং তারিখ বিশিষ্ট জমিদার ও দানবীর ব্যক্তিত্ব ও পিঙ্গলা গ্রামের অধিবাসী বাবু প্রেম লাল বড়ুয়া কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের জন্য ৯০(নববই ) শতক জমি বিনামূল্যে দান করেন। প্রখ্যাত জমিদার যোগেশ চন্দ্র রায় বাহাদুর নামক এক ব্যাক্তি পরৈইকুড়া (বর্তমানে আনোয়ারা ) ও কাশিয়াইশ নামক গ্রামে স্থায়ী ভাবে বসবাস করতেন । কাশিয়াইশ নামক ঐ গ্রামের নামানুসারে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদেন নামকরণ করা হয় বলে জানা যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস